আঞ্চলিক প্রতিনিধি,পিরোজপুর:
জাতীয় সাংবাদিক সংস্থা পিরোজপুর জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয় মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯মার্চ) বিকালে জেলা শহরের সিআইপাড়া সড়কে সদর সার্কেল অফিস সংলগ্ন সংস্থা‘র অস্থায়ী জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
সংস্থা‘র প্রতিষ্ঠাতা এবং গুনী সাংবাদিক, লেখক ও গবেষক মরহুম আলতাফ হোসেন এবং সংস্থার জেলার সদস্য মরহুম শেখ জাকির আহম্মেদ, মরহুম দেলোয়ার হোসেন ও মরহুম শফিকুল আলম এর রুহের মাগফিরাত কামনা এবং জ্যেষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজ এর রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
সংস্থা‘র জেলা শাখার সভাপতি হাসান মামুনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ আবু মোহাম্মদ জুবায়ের (জনি) সঞ্চালনায় বক্তব্য রাখেন দৈনিক যুগান্তর ও বিটিভি জেলা প্রতিনিধি এস এম পারভেজ, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনতা ব্যাংকে সিনিয়র অফিসার রাসেদুল ইসলাম, সমাজসেবক ও সাংবাদিক তারিক রানা চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাব সহসভাপতি ও জার্নালিজম ফর সুন্দরবন কমিটির সদস্য সচিব মো. খেলাফত হোসেন খসর, ট্রাফিক ইন্সপেক্টর মো. মনিরুজ্জামান, কাউখালী প্রেসক্লাবের সভাপতি এনামুল হক সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এসময় সাংবাদিক সংগঠনের জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285