বিশেষ সংবাদদাতা :
পিরোজপুরে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো অসংক্রমাণ রোগ নিয়ন্ত্রণে সরকারী স্বাস্থ্য সেবাদানকারী সংশিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার জেলা সিভিল সার্জন কার্যালয় মিলনায়তনে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে এ প্রশিক্ষন কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ কর্মসূচির ডেপুটি প্রোগ্রামার ডাইরেক্টও ডা. শামীম জুবায়ের ।
কর্মশালার উদ্বোধন করেন পিরোজপুরের সিভিল সার্জন ডা. মো: মতিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কর্মকর্তা ডা. ইকবাল আহমেদ এবং সার্ভিলেন্স মেডিকেল অফিসার ডা. হোসেন মো: আল-আমিন।
কর্মলাশায় পিরোজপুর সদর ব্যতীত জেলার অন্তর্ভুক্ত প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীগণ এই প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন।
স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামন রোগ নিয়ন্তণ লাইন ডাইরেক্টার ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের যৌথ অংশীদারিত্বে পরিচালিত এই কর্মসূচি বর্তমানে দেশের ৩১০ টি উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে একযোগে বাস্তবায়িত হচ্ছে। কর্মসূচির আওতায় উপজেলায় এনসিডি কর্নার স্থাপণ , প্রশিক্ষিত জনবল তৈরি , ডিজিটাল রোগী নিবন্ধন এবং বিনামূল্যে ওষুধ সরবরাহের মধ্যে উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিস রোগীদের টেকশই ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285