বিশেষ সংবাদদাতা :
পিরোজপুরের নাজিরপুরে দৈনিক কালবেলার সাংবাদিক উথান মন্ডলের ছেলে সহ দুই জনকে অপহরন করে মুক্তিপন আদায় করা হয়েছে। ভুক্তভোগী সাংবাদিকপুত্র উৎসব মন্ডল (১৫) উপজেলার সিরাজুল হক সরকারী বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ও বাবুল সেখের পুত্র সাজ্জাদ সেখ নাজিরপুর শহীদ জিয়া মহাবিদ্যালয় থেকে ২০২৫ ব্যাচের এইচএসসি পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের দক্ষিন জয়পুর গ্রামে।
সাংবাদিক উথান মন্ডল জানান, তার ছেলে উৎসব মন্ডল গত বুধবার রাত ৮টার দিকে বন্ধু সাজ্জাদ হোসেনের সাথে মোটর সাইকেলে করে পিরোজপুর যাচ্ছিল। এ সময় নাজিরপুর-পিরোজপুর সড়কের চৌঠাইমহল ষ্টীল ব্রীজের কাছ থেকে অপহরনকারীরা তাদের অজ্ঞান করে নিয়ে যায়। পরে দক্ষিন জয়পুরের শ্যামল মাতার ঘেরে নিয়ে তাদের আটকে রেখে অভিভাবকদের কাছে মোবাইলে মুক্তিপন দাবী করে। পরে ৪০হাজার টাকা মুক্তিপনের মাধ্যমে ছাড়া পায়। মুক্তিপন দিয়ে ছাড়া পেলেও ঐ দুই ছাত্রের মধ্য থেকে আতংক বিরাজ করছে।তবে তারা অপহরণ কারি দের কাছ থেকে ছাড়া পেয়ে ঐ সময়ে অপহরণ কারি কয়েক জনের নিজেদের মধ্যে একে অপরকে নাম ধরে ডাকতে শুনতেপায়।সেই অনুযায়ী ধারনা করে ভুক্তভোগীরা কয়েক জনের নাম বলেন।
নাজিরপুর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভুইয়া বলেন, খবর পেয়ে তিনি সহ জেলা ডিবি পুলিশ ও থানা পুলিশের একটি দল রাতভর অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোর রাতে অপহৃতদের উদ্ধার সম্ভব হয়। তবে অপহরনের সাথে জড়িতদের কাউকে আটক করা সম্ভব হয় নি। তিনি আরো বলেন, অপহরনের সাথে জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখনই তথ্য প্রদান করা যাচ্ছে না।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285