বিশেষ প্রতিবেদক
সারাদেশের ন্যায় পিরোজপুর জেলার নাজিরপুর সদর, শ্রীরামকাঠী. কবিরাজবাড়ী সহ বিভিন্ন হাট-বাজারে লকডাউন বাস্তবায়নে কঠোর মনিটরিং ও সংঘটিত অপরাধে ৫ জনকে নগদ অর্থদন্ড কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও ভ্রাম্যমান আদালত।
উপজেলায় বুধবার (১৪ এপ্রিল) লকডাউন বাস্তবায়নে কঠোর মনিটরিং করে উপজেলা প্রশাসন। সংঘটিত অপরাধে ৫জনকে, দন্ডবিধি,১৮৬০ এর ২৬৯ ধারায় নগত ১৭ শত টাকা অর্থদন্ড প্রদান করেন ,ভ্রাম্যমান আদালত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ ওবায়দুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাখাওয়াত জামিল সৈকত। এ সময় উপস্থিত ছিলেন নাজিরপুর থানা (ইনর্জাচ ওসি) শেখ আস্রফুজ্জামান। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ ওবায়দুর রহমান জানান, লকডাউন বাস্তবায়নে কঠোর অভিযান চলবে।