নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:

মহামারি করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সচেতনায় বৃদ্ধির লক্ষে, “মাস্ক পরার অভ্যাস করুন কোভিড মুক্ত দেশ গড়–ন । পিরোজপুর জেলার নাজিরপুরের কলারদোয়ানিয়ায় করোনা প্রতিরোধে মাস্ক ব্যবহার ও প্রচারনা হ্যান্ড বিল বিতরণের আয়োজন করেছে কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি।
শনিবার সকাল ১০টার সময় কলারদোয়ানিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে গাওখালী কলারদোয়ানিয়া সড়কে পথচারীদের মাঝে করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধই একমাত্র উপায় সচেতনায় বৃদ্ধি ও হ্যান্ড বিল বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সভাপতি মো. সালামত উল্লাহ (সিপার) এ্যাডভোকেট মো. আল আমিন রিজভী, স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. হাসনাত ডালিম,ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো. মেসবাউল বাহাদুর শিমুল , প্রধান শিক্ষক মো. বেদার হোসেন প্রমুখ।
মো. সালামত উল্লাহ (সিপার) বলেন, মহামারি করোনা দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমাদের “মাস্ক পরার অভ্যাস করতে হবে,স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। করোনা ভাইরাস প্রতিরোধই একমাত্র উপায়, আমাদের সবার সচেতন হতে হবে।