বিশেষ সংবাদদাতা :
বিশ্বসাহিত্য কেন্দ্রের আয়োজনে ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দেশব্যাপী ভ্রাম্যমাণ বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের অংশ হিসেবে নাজিরপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৩ দিনব্যাপী ভ্রাম্যমাণ বইমেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা ।বই মেলা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেন মেটলাইফ ফাউন্ডেশন ও সহযোগিতা নাজিরপুর উপজেলা প্রশাসন।
(২৬ সেপ্টেম্বর) শুক্রবার বিকালে, বইমেলা ও সাংস্কৃতিক উৎসবের শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা। এসময় আরও উপস্থিত ছিলেন, জনাব শাখাওয়াত হোসেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজিরপুর সরকারি মহিলা কলেজ; সিনিয়র সাংবাদিক সঞ্জীব কুমার রায়, ইউনিট ইনচার্জ ভ্রাম্যমাণ বইমেলা, দেবজ্যোতি মন্ডল, ভ্রাম্যমান বইমেলা বিশ্বসাহিত্য কেন্দ্রে সংগঠন মনিরুজ্জামান।
প্রতিদিন দুপুর ১২ টা থেকে থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত ক্রেতা-দর্শনার্থীদের জন্য মেলার স্টল উন্মুক্ত থাকবে। মেলা চলবে ২৮ সেপ্টেম্বর রবিবার পর্যন্ত।