বিশেষ সংবাদদাতা

দিনব্যাপী জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পোইন এর উদ্বোধন ঘোষনা করেন প্রধান অতিথি মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি। পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৬৫নং প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পোইন আয়োজন করেন উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাশ, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, থানা ইনর্চাজ (ওসি) মোঃ হুমাউন কবির, উপজেলা শিক্ষা অফিসার মাইদুল, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ। সরকারি উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান তিনি জানান, ক্যাম্পাইন ৬-৫৯ মাস বয়সের শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর আগে, সকাল থেকেই দেশের বিভিন্ন কেন্দ্রে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু হয়েছে, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরপরে মন্ত্রী উপজেলার কলারদোয়ানিয়া প্রতিবন্ধী বিদ্যালয়ে ১৯৭১ সনের ৭ই মার্চের বঙ্গবন্ধুর এতিহাসিক ভাষণের প্রতিচ্ছবি সম্বলিত ও ম্যুরালের শুভ উদ্বোধন ও উন্নয়ন সভায় উপস্থিত থাকবেন।