নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার দীর্ঘা ইউনিয়নের দক্ষিন লেবুজিলবুনিয়া আর্দশ কিন্ডার গাডেন,উপজেলা পর্যায়ে ১৫ দিন মেয়াদী “পোষাক“ তৈরী বিষয়ক অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সেও শুভ উদ্বোধন করেন উপপরিচালক যুব উন্নয়ন পিরোজপুর অশোক কুমার সাহা ।
গতকাল বুধবার দুপুরে উপজেলার দীর্ঘা ইউনিয়নের দক্ষিন লেবুজিলবুনিয়া আর্দশ কিন্ডার গাডেনে , পোষাক তৈরী বিষয়ক অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়য়ের সভাপতিত্বে প্রধান অতিথি উপপরিচালক যুব উন্নয়ন পিরোজপুর অশোক কুমার সাহা বক্তব্য রাখেন ,দীর্ঘা ইউপি চেয়ারম্যান আশুতোষ বেপারী প্রমুখ। ২৫ জন মহিলা শিক্ষার্থীকে ১৫ দিন মেয়াদী প্রশিক্ষন দেয়া হবে।
এর পরে জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ বিরোধী কর্মকান্ডে যুবদের ভূমিকা বিষয়ক আলোচনা অনুষ্ঠানে স্থানীয় গন্যমান্য সচেতন সমাজ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দর উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য আলোচনা রাখেন উপপরিচালক যুব উন্নয়ন পিরোজপুর অশোক কুমার সাহা, স্থানীয় চেয়ারম্যান আশুতোশ বেপারী, সমাজ সেবক বাবুল বড়াল। সঞ্চলয়ন করেন শহীদ জননী কলেজের প্রভাষক মনির হোসেন ও মো. ফারুক হোসেন।