জয়েল্লাসে স্মার্ট বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন ও র‌্যালি অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে উপজেলায় এসে শেষ হয়। র‌্যালিতে অংশ গ্রহন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ড.সঞ্জীব দাশ, উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ,কৃষক লীগের আহবায়ক বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম বাবুল, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এরপরে বিকালে ডিজিটাল উদ্ভাবনী মেলা অলিম্পিয়াড ২০২২ পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করেন, নির্বাহী কর্মকতা ড.সঞ্জীব দাশ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার রুনা, ইউপি চেয়ারম্যান এফ এম রফিকুল আলম বাবুল প্রমুখ। বিভিন্ন স্কুল/কলেজের প্রধান শিক্ষক প্রভাষক অধ্যক্ষ প্রমুখ। মেলায়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান অংশ গ্রহন করেন।