বিশেষ সংবাদদাতাঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য আবাসন নিশ্চিত করার সরকারের লক্ষ্যমাত্রার অংশ হিসেবে ঈদুল ফিতরের আগে মঙ্গলবার (২৬ এপ্রিল) ১১ টায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৩২ হাজার ৯০৪টি ঘর হস্তান্তর করেণ।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে সারা দেশে একযোগে তৃতীয় পর্যায়ের জমির দলিল ও নির্মাণকৃত ঘরের চাবি প্রদান কর্মসূচি উদ্বোধন করেণ।
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় তৃতীয় পর্যায়ে ৩০ জন উপকারভোগীদের মাঝে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় ঘরের চাবি হস্তান্তর করেণ।
এ সময় উপস্থিত ছিলেন মৎস্য ও প্রানি সম্পদ মন্ত্রী এড,শ,ম রেজাউল করিম এমপি পিরোজপুর-১, জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ সাইদুর রহমার, নাজিরপুর উপজেলা চেয়ারম্যান মাষ্টার অমূল্য রঞ্জন হালদার, নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ্ সাদীদ, সহকারি কমিশনার ভূমি আল-মামুন, টেকনিক্যাল কলেজ অধ্যক্ষ ইকবাল হোসেন মামুন, মাটিভাঙ্গা কলেজ অধক্ষ্য আব্দুস ছালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ মশিউর রহমান, থানা কর্মকর্তা হুমায়ুন কবির, মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু প্রমূখ। এসময় উপকারভোগীরা ঘরের চাবি ও দলিল পেয়ে আনন্দ অশ্রুসিক্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তার দীর্ঘায়ু কামনা করেণ।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285