বিশেষ সংবাদদাতা:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার এক অসহায় কৃষকের জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছে উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা।

( ৪ মে) বৃহস্পতিবার নাজিরপুর উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রামনগর গ্রামের অসহায় কৃষক লিয়াকত শেখ তাঁর জামির পাকা ধান কাটা নিয়ে বিপাকে পরে। বিষয়টি স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের কর্মীদের মাধ্যমে জানতে পারেন নাজিরপুর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তুহিন হালদার তিমির সাধারণ সম্পাদক আল আমিন খান । এরপর বিষয়টি গুরুত্বসহকারে নিয়ে আজ লীগের নেতাকর্মীদের সাথে নিয়ে ওই কৃষকের বাড়িতে গিয়ে মাঠে থাকা প্রায় ১ একর জমির ফসল কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়। কৃষক লিয়াকত শেক মহান সৃষ্টিকর্তার কাছে তাদের জন্য দোয়া করেন। লিয়াকত শেখ তিনি জানান শ্রমিক সংকট জমিতে পাকা ধান নিয়ে বিপাকে ছিলাম উপজেলা সেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছে । আর এ কাজে সার্বিক সহযোগীতা করছেন স্থানীয় এমপি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম।’