বিশেষ সংবাদদাতা

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় খাদ্য শস্য বিক্রয় (ওএমএস)এর চাল প্রতিকেজি ৩০টাকা বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ।
গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার সময় উপজেলা আওয়ামীলীগ অফিসের সামনে, খাদ্য অধিদপ্তর বাস্তবায়নে খোলা বাজারে খাদ্য শস্য (ও এমএস ) বিক্রির আয়োজন করেন উপজেলা প্রশাসন। জন প্রতি পাচঁ কেজি যার প্রতি কেজি মূল্য ৩০ টাকা, বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ, এ সময় উপস্থিত ছিলেন রহমান উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, থানা ইর্নচাজ অফিসার মো. হুমায়ন কবির, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম বাবুল, শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী ন্নানু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর ।

একই দিনে উপজেলা কৃষি মিলনায়তনে উপজেলা সামাজিক সম্প্রীতি কমিটির সভায় উপজেলা নির্বাহী অফিসার শেখ আব্দুল্লাহ সাদীদ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম বাবুল, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, থানা ইর্নচাজ অফিসার মো. হুমায়ন কবির, শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী ন্নানু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান,সাবেক জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান, তুহিন হালদার তিমির প্রমুখ ।