ইউরোপে মহামারি ছড়িয়ে পড়ার পর আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের কোভিড-১৯ উপদ্রুত অঞ্চলে ভ্রমণ সতকর্তা জারি করেছিল। তবে সে জায়গা থেকে তারা সরে এসেছে। এখন বলছে, জাতীয় ও আন্তর্জাতিক যে বাহিনীগুলো তাদের দমিয়ে রেখেছিল, তারা এখন চাপে আছে। বিভিন্ন দেশে সামাজিক অস্থিতিশীলতা ও অর্থনৈতিক সংকট আসন্ন। এখন এটাই সুযোগ।

বাংলাদেশের জঙ্গিগোষ্ঠীগুলো করোনাভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে অনেকটাই আড়ালে চলে গিয়েছিল। কিন্তু থেমে থাকেনি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সূত্রগুলো বলছে, এ সময়টাকে জঙ্গিরা কাজে লাগিয়েছে অনলাইনে সদস্য সংগ্রহের কাজে। সাধারণ ছুটির পর জঙ্গিগোষ্ঠীগুলোর মুখপাত্ররা বিভিন্ন এনক্রিপটেড অ্যাপে (গোপনীয়তা নিশ্চিত করা যায় যে অ্যাপগুলোয়) চ্যানেল খুলে প্রচারণা চালাচ্ছেন।