বিশেষ সংবাদদাতা:

মাসুদ সাঈদী বলেন, ট্রাইব্যুনালে আল্লামা সাঈদী সহ বাংলাদেশের নিরীহ নিরপরাধ আলেমদেরকে হত্যার হুমুক দিয়েছিল, তাকে পালাতে দেওয়াই ছিল সব থেকে বড় ভুল। যড়যন্ত্রকারীরা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং করতেই থাকবে। তাদের সব থেকে বড় টার্গেট ইসলাম প্রতিষ্ঠায় যে সব দল বাংলাদেশে কাজ করছে প্রধান টার্গেট। আমরা আ“লীগের ঘুম খুনের শিকার ছিলাম। খুনি হাসিনার গোলামী যারা করেছে,খুনি হাসিনার দোসর যারা ছিল, আজ আমি এই দীর্ঘা ইউনিয়ন গণ সমাবেশে এসে বুযতে পেরেছি, আল্লামা সাঈদী আপনাদের কাছে কতটা প্রিয় ছিল। আল্লামা সাঈদী স্বপ্ন পূরণে আমরা সবাই কাজ করে যাব।

শনিবার (২২ নভেম্বর) বিকালে ৩টায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার ৪নং দীর্ঘা ইউনিয়নে বিশাল গণসমাবেশে তিনি এসব কথা বলেন, উক্ত অনুষ্ঠানে ৪নং দীর্ঘা ইউনিয়ন জামাতে ইসলামীর সভাপতি মাওলানা মোঃ মাহবুবুর রহমানে সভাপতিত্বে উপস্থিত ছিলেন,জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তফাজ্জল হোসাইন ফরিদী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়া নগরও ভাইস চেয়ারম্যান আল্লামা সাঈদী ফান্ডেশন আলহাজ¦ মাসুদ সাঈদী,উপজেলা জামায়াতের আমীর আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের সেক্রেটারী কাজী মো: মোসলে উদ্দীন, শিবিরের সাবেক সভাপতি মো: মোস্তাফিজুর রহমান, প্রমুখ।