নিজস্ব প্রতিবেদক:

বিএনপি-জামায়াত কর্তৃক গত শনিবার ঢাকায় সমাবেশের নামে সন্ত্রাস-নৈরাজ্য, অগ্নিসংযোগ সহ হত্যার প্রতিবাদে পিরোজপুর জেলার নাজিরপুরে আ’লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ অক্টোবর) বেলাসাড়ে ১১টার দিকে উপজেলা সদরের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে এ বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ও পিরোজপুর-১ আসনের এমপি শ.ম রেজাউল করিমের উদ্যোগে উপজেলা কৃষকলীগের আহবায়ক এসএম নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে অনুষ্ঠিত ওই বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ গেটে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়। ওই সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. নির্জন কান্তি বিশ্বাস উপজেলা কৃষকলীগের আহ বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুল ইসলামবাবুল, উপজেলা ভাইস চেয়ারম্যাম শেখ মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু , উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী, ছাত্রলীগের সভাপতি মো. তরিকুল ইসলাম তাপস, স্বেচ্ছা সেবকলীগের সভাপতি তুহিন হালদার তিমির প্রমুখ।