বিশেষ প্রতিবেদক
সসময় টিভির পিরোজপুর জেলা প্রতিনিধি ও পিরোজপুর প্রেসক্লাবের সহ-সাধারন সম্পাদক জিয়াউল হকের পিতা সাবেক সোনালী ব্যাংক কর্মকর্তা মো. সুলতান আহম্মেদ খান (৭২) মঙ্গলবার (০৬ এপ্রিল) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ঐ দিন সকাল সোয়া ৯ টায় পৌরসভার শিকারপুরের তার নিজ বাড়িতে বার্ধক্য জনিত কারনে ইন্তেকাল করেন। তার জৈষ্ঠ্য পুত্র সময় টিভির জেলা প্রতিনিধি জিয়াউল হক জিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি ৪ পুত্র ও এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও রুহের মাগফেরাৎ কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। নাজিরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি পিরোজপুর-১ আসনের এমপি মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম এমপি ,নাজিরপুর প্রেসক্লাবের সকল সদস্য, একুশের কন্ঠ পরিবার।