বিশেষ সংবাদদাতা

পিরোজপুর জেলায় শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ সেবায় বিশেষ অবদান রাখায় শনিবার (৪ নভেম্বর) সম্মাননা স্মারক ও সনদপত্র পেলেন পিরোজপুর জেলার নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির।
জেলা পুলিশ সুপার অফিস কার্যালয় এক আলোচনা সভায় প্রধান অতিথি পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমানের হাত থেকে কমিউনিটি পুলিশিং ডে ২০২৩ এর সম্মানা সনদ গ্রহন করেন নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ হুমায়ন কবির।
‘পুলিশ জনতা ঐক্য করি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এ স্লো-গান সামনে রেখে উপজেলার কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে থানায় শেষ হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল প্রমুখ।