বিশেষ সংবাদদাতা

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আবুল বাসার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা নাজিরপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। টুঙ্গিপাড়া একাদশকে ১-০গোলে হারিয়ে নাজিরপুর একাদশ চ্যাম্পিয়ন গৌরব অর্জন করেছে ।
১৫ নভেম্বর বুধবার বিকালে বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আবুল বাসার স্মৃতি ফাইনাল খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আয়োজন করেন নাজিরপুর ফুটবল একাডেমি। খেলা শেষে পুরস্কার বিতরন করেন উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল। এসময় উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান ফেদাউস রুনা, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস, ৯নং কলারদোয়ানিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাসনাত ডালিম, প্রেসক্লাব সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন, সেচ্ছাসেবক লীগ নেতা শান্ত চক্রবতী প্রমুখ। বীর মুক্তিযোদ্ধা মরহুম শেখ আবুল বাসার মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির বড় ভাই ।