বিশেষ সংবাদদাতা :
নবগঠিত আংশিক পিরোজপুর জেলা ও বরগুনা জেলা বিএনপির আহবায়ক কমিটি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নেতারা আজ রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান, সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত, ১ম যুগ্ন আহবায়ক এলিজা জামান, বরগুনা জেলা আহবায়ক নজরুর ইসলাম মোল্লা, সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, ১ম যুগ্ন আহবায়ক ফজলুল হক মাস্টার, অঙ্গ সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
নেতৃবৃন্দ বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা ও আধুনিক রাষ্ট্র গঠনের স্থপতি। তাঁর আদর্শ ও ত্যাগ থেকে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় অবিচল থাকবেন। ত্যাগী নেতাদের মূল্যায়ন থাকবে আমরা আশা করি।
পরে নবগঠিত আংশিক জেলা বিএনপি আহবায়ক ও অঙ্গ সংগঠনের নেতারা সাংবাদিকদের সাথে আলাপকালে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন পূরণে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।