বিশেষ সংবাদদাতা
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পূর্ণরায় শ ম রেজাউল করিম এমপিকে, পিরোজপুর -১ আসনে নৌকা মনোনয়ন দেওয়ায় বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি ও সফল রাষ্ট্রনায়ক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে (২৬ শে নভেম্বর)রবিরার বিকালে, উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,কৃষকলীগ, ছাত্রলীগের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় । উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি মিছিল উপজেলা চত্তর দিয়ে শুরু করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলা চত্তরে এসে শেষ হয়। এরপরে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী, উপজেলা ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস প্রমুখ। উপজেলার ৯টি ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, বৈঠাকাটা বাজার,গাওখালী বাজার,মাটিভাঙ্গা,ভাইযোড়া সহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।