বিশেষ সংবাদদাতা
মুজিববর্ষ উপলক্ষ্যে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নাজিরপুর উপজেলায় ৪র্থ পর্যায়ে উদ্বোধনের
অপেক্ষায় আরো ১৫২ টি ঘর এবং একই সাথে নাজিরপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা
করা হবে ।
এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ডা. সঞ্জীব দাশ জানান যে, মুজিববর্ষ উপলক্ষ্যে ৪র্থ
পর্যায়ে নাজিরপুর উপজেলায় ৩১০ টি ঘরের মধ্যে ইতিমধ্যে ১৫২টি ঘরের নির্মাণ কাজ জনাব শ ম
রেজাউল করিম,এমপি, মাননীয় মন্ত্রী মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং জনাব মোহাম্মদ জাহেদুর
রহমান জেলা প্রশাসক,পিরোজপুর মহোদয়ের সার্বিক নির্দেশনা মোতাবেক শতভাগ সম্পন্ন করা হয়েছে
এবং নির্মাণকৃত ঘর সমূহ মান্যবর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ জাহেদুর রহমান স্যার পরিদর্শন
করেছেন । আশা করা যাচ্ছে আগামী ২১ মার্চ ২০২৩ খ্রি. তারিখে মাননীয় প্রধানমন্ত্রী নির্মাণকৃত ঘরের
শুভউদ্বোধন এবং নাজিরপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করবেন । এ ছাড়াও ৪র্থ পর্যায়ে
অবশিষ্ট ১৫৮ টি ঘরের নির্মাণ কাজ চলমান আছে, খুব শির্ঘই নির্মাণকাজ শেষ হবে বলে আশা করছি।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285