নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। মুক্তিযোদ্ধাদের কল্যাণের জন্য একমাত্র আওয়ামী লীগ সরকারই বেশি কাজ করেছে। বৃহস্পতিবার দুপুর বারোটায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি আরও বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার মুক্তিযোদ্ধাদের জন্য ২০ হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন। মুক্তিযোদ্ধার সন্তান ও নাতি-নাতনিদের জন্য সরকারি কোঠায় চাকরির ব্যবস্থা করেছেন। অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন ব্যবস্থা সহ নানা ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন ।
এসময় উপজেলা নির্বাহী অফিসার আবু বক্কর সিদ্দিকী, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল লতিফ হাওলাদার বক্তব্য রাখেন। এসময় নবনির্বাচিত এমপি কে ফুলের শুভেচ্ছা জানান মুক্তিযোদ্ধারা। মতবিনিময় শেষে সংসদ সদস্য রেজাউল করিমের ব্যক্তিগত পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এরপর দুপুর ২টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় ও উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখেন তিনি। এ সময় তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, উপজেলা পরিষদের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতার জায়গা ঠিক রাখতে হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী তাৎক্ষণিক সকল দায়িত্বশীলতার সাথে করতে হবে। আপনাদের উপর অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করবেন। কোন এলাকার রাস্তাঘাট সংস্কার ও নির্মাণ করা অতীব জরুরি দ্রুত সেগুলোর তালিকা তৈরি করে আমার কাছে পাঠাবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু বক্কর সিদ্দিকীর সভাপতিত্বে এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মতিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার ভূমি সাইদ মোঃ ইব্রাহিম, উপজেলা মহিলা ভাইস- চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, উপজেলা ভাইস-চেয়ারম্যান রুহুল আমিন বাঘা, ইন্দুরকানি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান তালুকদার,ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার প্রমুখ। বিকেল চারটায় তিনি উপজেলা পরিষদ মাঠে আয়োজিত ৪৫ তম বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিজ্ঞান মেলায় সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
এরপর বিকেল পাঁচটায় উপজেলা কার্যালয়ে নৌকার নির্বাচন পরিচালনা কমিটির নেতা কর্মী সমর্থকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ ও জেপির বিভিন্ন স্তরের নেতা কর্মী সমার্থকরা উপস্থিত ছিলেন। এ সময়ের দলের নেতা কর্মের সমর্থকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় সংসদ সদস্য রেজাউল করিম নেতকর্মী সমর্থকদের উদ্দেশ্যে বলেন, গত ৭ জানুয়ারির সংসদ নির্বাচনে ইন্দুরকানি উপজেলা থেকে আপনারা আমাকে বিজয়ী করেছেন। এজন্য ইন্দুরকানিবাসীর কাছে আমি চির ঋণী হয়ে থাকবো। আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমি আপনাদের জন্য কিছু করার চেষ্টা করব।