নিজস্ব প্রতিবেদক:
জনগণের জানমাল রক্ষায় বিএনপি-জামায়াতের অবরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিরোধ অবস্থান গড়ে তুলতে অবস্থান মিছিল-সমাবেশ করছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (৩১ অক্টোবর) বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের ২য় দিনে উপজেলার বিভিন্ন সড়ক এবং ওয়ার্ড পর্যায়ে মূলত দখলে রেখেছে উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ। বিএনপি-জামাত অবৈধ অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচির আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবক লীগ ও কৃষক লীগ সহ সকল সহযোগী সংগঠন।
অবরোধের ২য় দিন সকালে নেতাকর্মীরা উপজেলার চৌঠাই মহল বাসষ্টান সর্তক অবস্থান নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন ইউনিয়ন থেকে নেতা কর্মীর সংখ্যাও বাড়তে থাকে।
এর পরে নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন জাগায় অবস্থান নেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল, বিশিষ্ট সমাজ সেবক আজকের দর্পনের প্রকাশক ও সম্পাদক এস এম নুরে আলম সিদ্দিকী, উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, ছাত্রলীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আল আমিন খান সহ তৃন্যমূল প্রর্যায়ের সকল নেতৃবৃন্দ।
এ সময় নেতারা জানান, মৎস্য ও সম্পাদক মন্ত্রী শ ম রেজাউল করিম এমপির নিদের্শে, জনগণের জানমাল রক্ষায় এবং যে কোনো ধরনের নাশকতামূলক কর্মকান্ড রক্ষায় তারা মাঠে আছেন। সতর্ক পাহারারা পাশাপাশি শান্তি পূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছেন।