নিজস্ব সংবাদদাতা :

শ ম রেজাউল করিম এমপি তিনি বলেছেন, মাদক থেকে দুরে রাখতে হলে অনৈতিক কর্মকান্ড থেকে এলাকার যুব সমাজকে এগিয়ে আসতে হবে, সুস্থদেহ সুস্থ মনের গড়ে তুলতে ক্রীড়া চর্চার বিকল্প নাই সেই ক্রীড়া হতে পারে ফুটবল, লাঠি খেলা, হাডুডু, নৌকা বাইচ, ক্রিকেট। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ক্রীড়া বান্ধব সরকার, অপ্রতিরুন্ধ ভাবে এগিয়ে যাওয়ায় ক্রীড়াঙ্গনের ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিকল্প নেই ।

বৃহস্পতিবার বিকালে নাজিরপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে মাঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট,বালক অ(অনুধ্ব)-১৭ । বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট বালিকা (অনুধ্ব)১৭ ফাইনাল খেলা ও উদ্বোধনের আয়োজন করেন নাজিরপুর উপজেলা প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার অরুপ রতন সিং এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, বিশেষ অতিথির বক্তব্য উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, সহকারী কমিশনার ভূমি মাসুম বিল্লাহ । উপস্থিত ছিলেন থানা অফিসার ইনর্চাজ ফারুক হোসেন হাওলাদার জেলা পরিষদ সদস্য মোঃ সুলতান মাহমুদ খান, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস।বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
এর আগে উপজেলা কৃষি মিলনায়তনে, রেমালে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিনামূল্যে নারিকেল চারা,উফশী আমন ধানের বীজ রাসায়নিক সার, বিতরণের কার্যক্রম শুভ উদ্বোধন করেন, শ ম রেজাউল করিম এমপি ও প্রাক্তন মস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম নুরে আলম সিদ্দিকী শাহীন, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন, কৃষি কর্মকর্তা ইশরাতুন এশা প্রমুখ।