ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের। হামলার চার বছরের মাথায় এবার সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়নি। পুলিশ, র্যাব এবং কয়েকটি দেশের কূটনীতিকেরা শ্রদ্ধা জানাতে এসেছিলেন। নিহত ব্যক্তিদের স্বজনদের কাউকে দেখা যায়নি।
ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়েছে গুলশানের হোলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত ব্যক্তিদের। হামলার চার বছরের মাথায় এবার সাধারণ মানুষের শ্রদ্ধা জানানোর সুযোগ রাখা হয়নি। পুলিশ, র্যাব এবং কয়েকটি দেশের কূটনীতিকেরা শ্রদ্ধা জানাতে এসেছিলেন। নিহত ব্যক্তিদের স্বজনদের কাউকে দেখা যায়নি।
হোলি আর্টিজান রেস্তোরাঁটি এখন এর মালিকদের বাসস্থান। গুলশানের লেকপাড়ের দোতলা এই বাড়িটি এখন ছিমছাম, পরিপাটি। জঙ্গিদের নৃশংস হামলা এবং এর পরবর্তী যৌথ বাহিনীর অভিযানের কোনো চিহ্ন আর চোখে পড়ে না। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সাদা কাপড়ে মোড়ানো একটি ছোট স্টেজ বানানো হয়েছিল। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।
হোলি আর্টিজান রেস্তোরাঁটি এখন এর মালিকদের বাসস্থান। গুলশানের লেকপাড়ের দোতলা এই বাড়িটি এখন ছিমছাম, পরিপাটি। জঙ্গিদের নৃশংস হামলা এবং এর পরবর্তী যৌথ বাহিনীর অভিযানের কোনো চিহ্ন আর চোখে পড়ে না। নিহত ব্যক্তিদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সাদা কাপড়ে মোড়ানো একটি ছোট স্টেজ বানানো হয়েছিল। সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শ্রদ্ধা নিবেদনের সময় বেঁধে দেওয়া হয়েছিল।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285