বিশেষ সংবাদদাতা

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেছেন- আমাদের কোমলমতি ছেলে মেয়েরা এতো সুন্দর খেলা দেখিয়েছে মুগ্ধ হয়েছি।আমাদের ছেলে মেয়েরা দেশে দেশেরে বাহির ভালো খেলাধুলা করে সুনাম অর্জন করছে।আমাদের দেশে মাসরাফি,সাকিব তৈরি হচ্ছে।লেখা পড়া খেলাধুলায় জীবনে অনেক বড় হতে হবে। শেখ হাসিনার নেতৃত্ব ক্রীড়া জগত বিকশিত হচ্ছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনা হচ্ছে ক্রীড়া বান্ধব সরকার, শেখ হাসিনা হচ্ছে তৃনমূলে পড়ে থাকা যারা অবহেলিত উপক্ষিত তাদের প্রতিবা বিকাশ ঘটাবার সরকার।স্কুলের শিক্ষকরা সেটা মাথায় রাখবেন,আমাদের ছেলে মেয়েরা গান বাজনা র্চচার পাশাপাশি খেলাধুলা করে ওদের মনটা যেন দিরেদিরে বেরে ওঠে ওরা বিকশিত হবে দেশ ও জাতিকে অনেক কিছু দেবে।
মন্ত্রী আজ বিকেলে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এর চূড়ান্ত খেলায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন- ছেলে মেয়েদের গান বাজনাসহ সংগীতের সকল অঙ্গণে এবং ক্রীড়ায় যোগ্য মানুষ হিসেবে তৈরী করতে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে বিশেষ-বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিস ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ আবদুল্লাহ সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ফাইল খেলায় বিজয়ী হয়েছে উত্তর পূর্ব বানিয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং ৬৫ নং নাজিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড়দের হাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পুরুস্কার তুলেদেন।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অমূল্যরঞ্জন হালদার, থানা অফিসার ইনর্চাজ মোঃ হুমায়ুন কবির, উপজেলা কৃষক লীগের আহবায়ক বিশিষ্ট সমাজ সেবক শেখ নজরুল ইসলাম বাবুল, সাবেক উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেদাউস রুনা, সেচ্ছাসেবক লীগের সভাপতি তিমির হালদার তুহিন, সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।