বিশেষ সংবাদদাতা ঃ
পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল-২০২২’ সংসদে পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমসহ শিক্ষামন্ত্রী দীপু মনিকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রা ও পথসভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ,যুবলীগ,সেচ্ছাসেবক লীগ,ছাত্রলীগ,শ্রমিকলীগও সকল সহযোগী সংগঠন । আনন্দ ও শোভাযাত্রায় উপজেলা আওয়ামীল ও সহযোগী অঙ্গ সংগঠন সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক- শিক্ষার্থীরা ও উপজেলার সর্বস্তরের জনতার ঢল নামে।

শুক্রবার বিকাল ৫টায় উপজেলায় প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরের স্বাধীনতা মঞ্চে গিয়ে পথসভায় মিলিত হন। এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক মো. নজরুল ইসলাম বাবুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমন্ডার শেখ আ. লতিফ, জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান ও তিমির হালদার তুহিন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক শেখ মো. আল-আমিন প্রমুখ।