পিরোজপুর প্রতিনিধি:

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পিরোজপুর সদর উপজেলার ০৭ নং শংকরপাশায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো: শামীমূল আহসান মনির গাজী । এই ইউনিয়নের ৯নং ওয়ার্ড থেকে দুই দুই বার নির্বাচিত ইউপি সদস্য (বর্তমান)’র ইউপি নির্বাচনে প্রার্থীতা আর দলীয় মনোনয়ন লাভ এই দুটি লক্ষ্যকে সামনে রেখে নিজেকে গুছিয়ে নিচ্ছেন তিনি। ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থী গাজী মনিরকে নিয়ে এলাকার ভোটার তথা জনসাধারনের মাঝে আলাপ-আলোচনা চলছে। শংকর পাশার বাদুরা গ্রামের মৃত: রুস্তুম আলী গাজী আর মাতা মোসা: মরিয়ম বেগমের মেজ ছেলে মনির গাজী ছাত্র জীবন থেকেই মুজিবীয় আদর্শের সৈনিক। তিনি ৭ নং শংকরপাশা ইউনিয়ন ছাত্রলীগ ও যুবলীগের সক্রিয় সদস্য থেকে বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়া তিনি ৬১ নং বাদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং পাড়েরহাট বন্দর বাজার ব্যবসায় সমিতির সহ-সভাপতি। বিগত ৫ জানুয়ারি নির্বাচনের পূর্বে চারদলীয় ঐক্য জোটের সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মাননীয় জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সব সময় মানুষের পাশে থেকে কাজ করেছেন বলে জানান, মনির গাজী । ঐ সময় আমার ছোট ভাই মনজিরুল আহসান গাজী জামাত-বিএনপি’র সন্ত্রাসী হামলার স্বীকার হয়ে খুলনা-ঢাকায় চিকিৎসাধীন ছিলেন।
তিনি বলেন, মহামারী করোনা কালে নিজ অর্থায়নে শংকরপাশা ইউনিয়নের অসহায়, দুস্থ্য ও কর্মহীন পরিবারের স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও খাদ্য সহায়তা করেছি।
দলীয় মনোনয়ন প্রত্যাশী এ চেয়াম্যান প্রার্থী মনির গাজীর বড় ভাই জিয়াউল আহসান গাজী পিরোজপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং একই সাথে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক। তিনি জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদকসহ শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সাথে জড়িত থেকে কাজ করছেন।