বিশেষ সংবাদদাতা

দোয়া ও ইফতার মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ.ম রেজাউল করিম বক্তব্যে তিনি বলেন,পবিত্র ‘রমজান মাস আমাদের আত্ম সংযমের শিক্ষা দেয়। রমজান মাসের সংযমের পথ ধরে আমরা সারা বছর সংযম থাকতে পারি। তবেই সমাজের হানাহানি সহ সকল ধরনের অন্যায় বন্ধ হতে পারে। অপরের ক্ষতি, সমাজে হানা-হানি, প্রতিবেশী ও আত্মীয়ের হক নষ্ট করা সহ ঘুষ গ্রহন এমন কাজ করে আমরা ইবাদত করলে সে ইবাদত আমাদের কবুল নাও হতে পারে। তাই ঈবাদাত কবুলের জন্য আমাদের হালাল খাবার ও নিজেকে অত্ম সংযমি হতে হবে’
। মঙ্গলবার (২৬ এপ্রিল) সন্ধ্যায় নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিলের আগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যকালে তিনি এ কথা বলেন। উপজেলা পরিষদের স্বাধীনতা মঞ্চে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আব্দুল্লাহ আল সাদীদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান রঞ্জু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহারিয়ার ফেরদাউস রুনা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য সুলতান মাহামুদ খান প্রমুখ।
এ সময় মন্ত্রী আরো বলেন, ‘ইসলাম একটি পূর্নাঙ্গ জীবন বিধান। আমরা আমাদের জীবনে এর পথ অনুসরন করে চললে আমাদের জীবন আরো সুন্দর ও সহজ হয়। ইসলাম কাউকে কষ্ট দেয়ার সুযোগ নাই’।