বিশেষ সংবাদদাতা

স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উদযাপন উপলক্ষে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও চিত্রাঙ্কন এবং বড় পর্দায় পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার আয়োজন করেছে উপজেলা প্রশাসন।
২৫ জুন শনিবার সকাল ০৮ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে, আনন্দ র্যালী উপজেলা চত্তর থেকে শুরু হয়ে শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রদক্ষিন করে উপজেলা চত্তরে শেষ হয়। র্যালীতে অংশগ্রহন করে , উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্যরঞ্জন হালদার,উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, থানা অফিসার ইর্নচাজ মো.হুমায়ন কবির, উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, উপজেলা নির্বাচন অফিসার সিদ্দিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেদাউস রুনা, সহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী প্রমুখ। সকাল ৯.৩০মিঃ উপজেলা কৃষি মিলনায়তনে হল রুমে, বড় পর্দায় মাননীয় প্রধানমন্ত্রী কতৃক পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান দেখার আয়োজন করেন।