বিশেষ সংবাদদাতা:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের কালিবাড়ৗী টু শ্রীরামকাঠী রাস্তার ভীমকাঠি নামক স্থানে খবর পেয়ে সোমবার(১৯মে )রাতে নাজিরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বী কাটা গাছগুলো জব্দ করেন। স্থানীয় একাধিক লোক বলেন, রবিবার পিরোজপুর জেলা মৎস্যজীবী দলের সভাপতি তৌহিদুল ইসলাম ও তার সহযোগীদের যোগসাজশে হঠাৎ করে রাস্তার ধারে গাছ কাটতে দেখলে তাদের সন্দেহ হলে পুলিশ প্রশাসন এবং সর্বশেষ উপজেলা প্রশাসনকে তারা খবর দেয়।
নাম প্রকাশে অনিচছূক স্থানীয় বাসিন্দা মুদি দোকানদার বলেন, আমরা বাধা দিতে গেলে উপর মহলের নির্দেশেই গাছগুলো কাটা হচ্ছে এবং তাদের কাছে সরকারি ভাবে গাছ কাটার টেন্ডার অনুযায়ী ওয়ার্ক অর্ডার আছে বলে তারা জানায়। পরে আমরা চলে এসেছি।
ঐ ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আলী আকবর বলেন,বিভিন্ন মাধ্যমে গাছ কাটার ব্যাপারে প্রতিরোধ করা হয়েছে, কিন্তু তারা মানেননি। তারা বলেন, গাছগুলো টেন্ডারের মাধ্যমে টেন্ডার হয়েছে এবং আমাদের কাছে ওয়ার্ক অর্ডার আছে তাই ওপরের নির্দেশেই গাছ কাটা হচ্ছে।
পিরোজপুর পৌর জেলা মৎস্যজীবী দলের সভাপতি তৌহিদুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে অবৈধভাবে যে গাছ কাটার অভিযোগ উঠেছে সেটি সঠিক নয়। কারণ এই গাছ কাটার টেন্ডার বাগেরহাট বন বিভাগ থেকে হয়েছে সেই টেন্ডারের ওয়ার্ক অর্ডার আমি পেয়েছি সেই অনুযায়ী গাছগুলো কেটেছি । সেই ওয়ার্ক অর্ডার আমি উপজেলা প্রশাসনের ইউএন ও স্যার কে দেখিয়েছি এবং নাজিরপুর উপজেলা বনবিভাগ কর্মকর্তাকে দেখিয়েছি ।আমি এই গাছ গুলো গত মাসের ১৫ তারিখে কেটেছিলাম। কিন্তু আমি দলীয় কার্যে ব্যস্ত থাকায় গাছ গুলি নিতে পারিনি।এই গাছ কাটায় আমি তো আমার কোন অপরাধ দেখি না।
নাজিরপুর উপজেলা বন কর্মকর্তা মোঃ আবু সাঈদ বলেন,সরকারি যত গাছ আছে তা সরকারিভাবে টেন্ডার হলে উপজেলা বা জেলা বন কর্মকর্তাকে আগে অবহিত করতে হয় এবং বন কর্মকর্তার উপস্থিত থেকে গাছ কাটতে হয়। বন বিভাগের অনাপত্তিপত্র নিতে হবে ও বন বিভাগের ওই সব গাছের নম্বর অনুযায়ী চিহ্ন নির্ধারণ করে নিতে হয় । কিন্তু এই ঠিকাদার আমাদের কোন নলেজে না দিয়ে এ কাজ করেছেন। গাছ কাটার বিষয়ে বন বিভাগের কাছে কেউ অনুমতি বা অনাপত্তিপত্র নেইনি। তার মানে এটা সম্পূর্ণ অবৈধ।
নাজিরপুর উপজেলার নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বী বলেন, সরকারী রাস্তার ধারে অবৈধ ভাবে গাছ কাটা হচ্ছে সেটা আমি জানার পর পরই গাছগুলো জব্দ করি এবং নাজিরপুর উপজেলা পরিষদের ভিতরে রাখা হয়েছে। এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 67
Warning: Undefined variable $aria_req in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/comments.php on line 72
Notice: Only variables should be assigned by reference in /home/u141868158/domains/ekusherkantha.com/public_html/wp-content/themes/pitwnp/functions.php on line 285