নিজস্ব প্রতিবেদক
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে খাস জমিতে সরকারি কাজে বাধা দেওয়ায় ,মাটিভাঙ্গা গ্রামের শরাফত আলী শেখ এর ছেলে মো.সাজাহান শেখ (৪০) ১মাসের কারাদন্ড প্রধান করেছে ভ্রাম্যমান আদালত ।

জানাযায়, উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের অতুল নগর এলাকায় সরকারি খাস জমিতে স্থাপনা নির্মান কাজ করতে নিষেধ করা হয়। নিষেধাক্কা অমান্য করে মো.সাজাহান শেখ।
২১ এপ্রিল বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত সরকারি কাজে বাধা দেওয়ায়, মো, সাজাহানকে ১মাসের বিনাশ্রম সাজা প্রধান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান ও সহকারী কমিশনার (ভূমি) বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাখাওয়াত জামিল সৈকত ।