বিশেষ সংবাদদাতা :

পিরোজপুরের নাজিরপুরে মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের ৪৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও শোক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে আজ সোমবার( ২ জুন) সকাল ১১ ঘটিকায় একটি শোক র‌্যালি শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি মহিলা কলেজ মিলনায়তনে গিয়ে শেষ হয়। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মোঃ তাওহীদুল ইসলাম ফরাজীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম ফরাজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন

বি এন পির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বি এন পির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন,বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বি এন পির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু ও নাজিরপুর উপজেলা বি এন পির সদস্য সচিব আবু হাসান খান, আরো বক্তব্যে রাখেন,

উপজেলা ছাএদলের সাবেক সভাপতি মোঃ আবুল কালাম আজাদ লিলন, উপজেলা যুব দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান খান রিপন,উপজেলা যুবদলের যুগ্ম সাধারন সম্পাদক ও শ্রীরামকাঠী ইউনিয়ন বি এন পির সদস্য সচিব অনুপ কুমার সিকদার, সহ সাধারণ সম্পাদক এস,এম সিপার, ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান ফরাজী, উপজেলা ছাএদলের সাবেক আহবায়ক যুবনেতা এস,এম মাজেদুল কবীর রাসেল, সাবেক সদস্য সচিব মোঃ হাফিজুর রহমান লায়েক, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি মোঃ মিজানুর রহমান শরীফ,প্রমখ।

এ সময় বক্তারা তাদের বক্তব্য বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তাঁর সাহসী নেতৃত্ব ছিল অনন্য।
আরে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা বি এন পির যুগ্ন আহবায়ক মোঃ ইয়াহিয়া খান,আসাদুজ্জামান হাজরা টিপু, মোঃ তাওহীদুল ইসলাম, মোঃ সফিকুল ইসালাম শাফিক, উপজেলা নাজিরপুর।

পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত এবং বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করা হয়।