বিশেষ সংবাদদাতা

সংবাদদাতা

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা টেকনিক্যাল স্কুলে ১লা মে রোজ বুধবার ১ম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোট গ্রহনকারী কর্মকর্তা প্রিজাইডিং, সহ প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুইদিন ব্যাপী কর্মশালার আয়োজন করেন, জেলা নির্বাচন অফিস। ৭২টি কেন্দ্রের প্রিজাইডিং, সহ প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দুইদিন ব্যাপী কর্মশালার শেষ দিনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা প্রশসক জাহিদুর রহমান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন জেলা পুলিশ সুপার শরিফুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদসর সার্কেল রবিউল ইসলাম, নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতিমা আজরিন তন্বী, নাজিরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, অফিসার ইনচার্জ নাজিরপুর থানা শাহ আলম হাওলাদার, নাজিরপুর উপজেলা নির্বাচন অফিসার আলিম উদ্দিন।

প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিকনির্দেশনা মুলক বক্তব্যে বলেন, ভোট জনগণের ন্যাজ্য অধিকার, আর এই অধিকারকে বাস্তবায়ন করার দায়িত্ব প্রশাসনের সকলের। তাই আগামি ৮ মার্চের নির্বাচনে সবাই সমান, যদি কেউ নির্বাচনী আচরণ লঙ্ঘন করে তাহলে সে যে’ই হোকনা কেন, তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা প্রশাসন নিবে। সরকারের সকল ব্যবস্থা রয়েছে।