বিশেষ সংবাদদাতা
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় স্বাধীনতার মহান স্থাপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম সাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পবক অপর্ণ,. র্যালি, আলোচনা সভা ও দোয়া সহ ব্যাপক আয়োজন করেন উপজেলা প্রশাসন।
মঙ্গল বার সকালে উপজেলা বঙ্গবন্ধু চত্তরে জাতির পিতার প্রতিকৃতিতে ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপনকৃত জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পবক অপর্ণ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর পক্ষে উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও উপজেলা প্রশাসন। এরপরে উপজেলা প্রশাসনের নেতৃত্বে একটি র্যালি উপজেলা চত্তর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে উপজেলায় এসে শেষ হয়। র্যালীতে অংশগ্রহন করেন উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুল ও কলেজের শিকার্থী। উপজেলা কৃষি প্রশিক্ষন মিলনায়তনে বঙ্গবন্ধুর স্বরনে যুবদের আত্মকর্মসংস্থানের লক্ষে যুব ঋণ এর চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নিবাহী কর্মকর্তা ডাঃ সঞ্জীব দাশের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্থাফিজুর রহমান,থানা অফিসার ইনচার্জ মোঃ হুমাউন কবির, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল, উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী ,উপজেলা যুবলীগের সাধারণ চঞ্চলকান্তি বিশ্বাস প্রমুখ।