বিশেষ সংবাদদাতা
পিরোজপুর জেলার নাজিরপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়ন ১৬ টি ,শেখ মাটিয়া ইউনিয়ন ১০টি মোট ২৬ টি ঘর হস্তান্তর করা হয়। সারাদেশের ন্যায় পিরোজপুর জেলার নাজিরপুরে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃস্পতিবার সকাল ১০ টার সময় বঙ্গভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষ্যে সারাদেশে জমি সহ ঘর হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষনা করেন। এর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল জেলা উপজেলা প্রতিনিধি, জেলা প্রশসক , উপজেলা নির্বাহী কর্মকর্তাদের জমি ঘরের দলিল হস্তান্তর করার অনুমতি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ সাদীদ আব্দুল্লাহ ,উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার,সহকারী কমিশনার (ভূমি) আল মামুন, উপজেলা মহিলা ভাইস চ্যেয়ারম্যান শাহরিয়ার ফেদাউস রুনা,আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ সকলের উপস্থিতিতে হস্তান্তর করা হয় ।
নাজিরপুরে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন ২৬ জন
