নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় করোনা ভাইরাস(কোভিড-১৯)প্রতিরোধে সার্বিক বিধিনিষেধ নিশ্চিতকল্পে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী, লকডাউনে কর্মহীন অসহায় দিন মজুর মধ্যবিত্ত মানুষের মাঝে বিতরণ করেন উপজেলা প্রশাসন।
সোমবার দুপুরে উপজেলার সাতকাছিমা,গাদেরহাট,চৌঠাইমহল ও নাজিরপুর সদর এলাকায় অসহায়, দিনমজুর,হতদরিদ্র মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী উপহার বিতরণ করেন উপজেলা প্রশাসন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান,সহকারী কমিশনার (ভূমি)সাখাওয়াত জামিল সৈকত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইস্রাফিল হোসেন প্রমুখ।
নাজিরপুরে প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী উপহার কর্মহীন মানুষের মাঝে বিতরণ
