বিশেষ সংবাদদাতা:

পিরোজপুরের নাজিরপুরে কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত। এগ্রিকালচার আন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ আন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকাল্পের আওতায় দিন ব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর জেলা কৃষি অফিসের উপ-পরিচালক সাইফুল ইসলাম।

সোমবার (২৬ মে) সকালে উপজেলার কৃষি হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি কর্মকর্তা ইশরাতুন্নেছা এশা সভাপতিত্বে ও কৃষি সম্প্রসারণ অফিসার মাহফুজুর রহমান মিল্টনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপক নীহার রঞ্জন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা হোসনেয়ারা বেগম, কৃষক বিজন কৃষ্ণ মৃধা প্রমূখ।

এসময় বক্তারা বলেন, পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে পার্টনার প্রোগ্রামের বিভিন্ন কার্যক্রম যেমন পার্টনার ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চার উপর ১দিনের কৃষক প্রশিক্ষণ, আধুনিক সেচ প্রযুক্তি সম্প্রসারণ, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা বাস্তবায়ন, ফার্মার্স সার্ভিস সেন্টার এর যাবতীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, কৃষক, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ।