বিশেষ সংবাদাতা

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার চৌঠাইমহল বাসস্ট্যান্ডে (০৬ এপ্রিল) বৃহস্পতিবার বিকালে, সড়ক নিশ্চিতকরণের লক্ষ্যে হাইওয়েতে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত ও হেলমেট ব্যতীত ৯ জনকে মোবাইল কোর্ট মাধ্যমে নগদ অর্থ দন্ড করেন উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. সঞ্জীব দাশ। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব ডা. সঞ্জীব দাশ জানান,জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব গৌতম মন্ডল, নাজিরপুর থানা পুলিশের সদস্যবৃন্দ প্রমুখ।