পিরোজপুর জেলার নাজিরপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জীব দাশ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (৩১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এক মতবিনিময় সভার অনুষ্ঠিত হয়। আয়োজন করেন উপজেলা প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি সিদ্দিকুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি এইচ. এম লাহেল মাহমুদ, দৈনিক জবাবদিহির প্রতিনিধি আল-আমিন হোসাইন, দৈনিক জনগনের সম্পাদক কে এম সাঈদ, আজকের পত্রিকার প্রতিনিধি উথান মন্ডল, প্রতিদিনের প্রতিনিধি সঞ্জীব কুমার রায়, দৈনিক দেশের কন্ঠ জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান লাভলু, দৈনিক মানবজমিন প্রতিনিধি মো. হাসানাত ডালিম, ভোরের কাগজের প্রতিনিধি নাসির উদ্দিন প্রমুখ।


এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ বলেন, এ উপজেলায় যে কোন সমস্যা আপনারা আপনাদের লেখনির মাধ্যমে তুলে ধরবেন। কোনো সমস্যা অন দ্যা স্পট সমাধানে আমি বিশ্বাসী। সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সাংবাদিকরা সমাজের আয়না। এখানে একজন মন্ত্রীর বাড়ী। এ উপজেলার একটি ঐতিহ্য রয়েছে। এজন্য সাংবাদিকদের সহযোগিতা প্রয়োজন। ৩৪ তম বিসিএসের কর্মকর্তা নাজিরপুর উপজেলার আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের নির্বাহী মেজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। এর আগে কৃষি হলরুমে ভোক্তা অধিকার, মাসিক আইন শৃঙ্খলা মিটিং ওমাসিক সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়।