বিশেষ সংবাদদাতা
আলোচনাসভা ও কেককাটার মধ্য দিয়ে পিরোজপুরের নাজিরপুরে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ২২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার সময় শ্রীরামকাঠি মহাবিদ্যালয় এর প্রতিষ্ঠাতা সভাপতি এস এম রোকুনুজ্জামানের উদ্যোগে উপজেলা কৃষি হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আল মামুনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা এস এম নজরুল ইসলাম বাবুল, প্রেসক্লাবের সাবেক সভাপতি সঞ্জীব কুমার রায়। উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার ফেদাউস রুনা, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান লাভলু, প্রেসক্লাব সাবেক সভাপতি লাহেল মাহামুদ , প্রেসক্লাব দপ্তর ও তথ্য বিষয়ক সম্পাদক আল আমিন হাজরা দৈনিক জবাবদিহি, আল আমিন খান সহ প্রেসক্লাবের কর্মরর্ত সকল সাংবাদিক। উপজেলা আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং গন্যমান্যব্যক্তিবর্গ । উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, দৈনিক আজকের দর্পণ ৯ বছরে পর্দাপণ করে সুনাম অজর্ন করেছে ,আগামীর এই পথচলায় বহুদূর এগিয়ে যাবে এই প্রত্যশা করি ।