বিশেষ সংবাদদাতা :

পিরোজপুরের নাজিরপুরে দারিদ্র বিমোচন বেকারত্ব দূরীকরণ ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দশ দিন ব্যাপী পেশা ভিওিক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ২৮জুন) সকাল ১০ টায় ১০ দিন ব্যাপি প্রশিক্ষনের সমাপনি অনুষ্ঠান
বিভিন্ন ভ্যানুতে অনুষ্ঠিত হয়।

এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ ফজলে রাব্বি,আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি ) কৌশিক আহমেদ, উপজেলা স্বাস্থ্য পঃপঃ কর্মকর্তা ডাঃ মসিউর রহমান, উপজেলা কৃষি অফিসার ইশরাতুন্নেছা এশা, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাহবুব,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ মাসুম মিয়া,,উপজেলা একাডেমিক সুপারভাইজার মাধ্যমিক শিক্ষা, সুমন বিশ্বাস,উপসহকারী প্রকৌশলী( স্বাস্থ্য )মোঃ রুবেল শেখসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ১৮ জন প্রশিক্ষক উপস্থিত ছিলেন।
জানাগেছে, পরিবেশ বান্ধব পদ্ধতিতে সবজি ও ফল চাষ, ব্যাগিং পদ্ধতিতে মানসম্মত ফল উৎপাদন, বার্মি কম্পোস্ট উৎপাদন দুগ্ধ জাত দ্রব্যাদি উৎপাদন, বিপণন ও বাজারজাতকরণসহ গরু মোটাতাজা করন সহ হাঁস মুরগি কবুতর পালন ও স্বল্প পরিসরে ছাগল ভেড়া পালন ও বাজারজাতকরণ। বাণিজ্যিকভাবে মাছ চাষ ব্যবস্থাপনার বিভিন্ন কৌশল ও মাছের প্রজনন খাদ্য ব্যবস্থাপন আত্ম কর্মসংস্থান সৃষ্টি পুঁজি গঠন আয়বর্ধক প্রশিক্ষণ প্রদান করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফজলে রাব্বি বলেন, উপকারভোগি পরিবারের চাহিদা মোতাবে ১৮ টি ভেনুতে পেশা ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এতে উপকার ভোগি পরিবারসমূহ দক্ষ জনশক্তিতে পরিণত হয়েছে। তারা এখন নিজেরাই সহ উদ্যোগে কর্মসংস্থান তৈরি করতে পারবে।