বিশেষ সংবাদদাতা:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়ে পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামী লীগ সহযোগী সংগঠন ।
(১৫ নভেম্বর) বুধবার সন্ধ্যা জাতির উদ্দেশ্য ভাষন দেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি তারিখ ঘোষণার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্বাগত জানিয়ে, সফল রাস্ট্র নায়ক মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে স্লোগান দেন।
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ, কৃষক লীগে, সেচ্ছাসেবক লীগের উদ্যোগে আনন্দ মিছিল বের করা হয়েছে। উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে একটি মিছিলটি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে শেষ হয়। মিছিল শেষে বক্তব্যে রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চল কান্তি বিশ্বাস, সংগঠনের নেতৃবৃন্দ।