নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ২০২২ আয়োজন করেন উপজেলা প্রশাসন।
৮ নভেম্বর মঙ্গলবার সকাল ১১ টার সময় উপজেলা চত্তরে, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশের সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী উপজেলা থেকে শুরু করে উপজেলায় এসে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন ,উপজেলা পরিষদ ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) আল মামুন, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোশারেফ হোসেন খান, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা নাজমূল হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ তরিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহরিয়ার রুনা, চেয়ারম্যান হাসনাত ডালিম, প্রমুখ। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন অভিযান ২০২২ এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব দাশ ।