বিশেষ সংবাদদাতা

১৯৭৫ সালের এই দিনে কেন্দ্রীয় কারাগারে ঘাতকের গুলিতে নির্মমভাবে নিহত জাতীয় চার নেতার স্মরনে দোয়া আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (০৩ নভেম্বর) পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় বিকালে আলোচনা সভার আয়োজন করেন উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গ সংগঠন। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল,উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক চঞ্চলকান্তি বিশ্বাস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক তুহিন হালদার তিমির সহ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ।

এরপরে জাতীয় চার নেতা ও বঙ্গবন্ধুর আত্মার প্রতি মাগফিরাত কামনায় দোয়া করা হয়।