বিশেষ সংবাদদাতা

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে দোয়া আলোচনা সভার আয়োজন করেন মাটিভাঙা ইউনিয়ন ও ইউনিয়ন আওয়ামীলীগ ও সকল সহযোগী অঙ্গসংগঠন।

পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নে ১৬ আগস্ট বুধবার বিকালে দোয়া ওআলোচনা সভায় মাটিভাঙ্গা ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম (বিলুর ) সভাপতিত্বে বক্তব্যে রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ শাহ আলম ফরাজী, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল,উপজেলা যুবলীগের সভাপতি খোকন কাজী, উপজেলা ছাত্র লীগের সভাপতি তরিকুল ইসলাম তাপস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফেদাউস রুনা, সাবেক দীর্ঘা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শাহআলম আকন সহ উপজেলা ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বক্তব্যে বলেন, জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রমাণ করে মাটি ভাঙ্গা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ বর্তমান সরকারের ব্যাপক উন্নয়নমূলক কর্মকান্ডে সন্তুষ্ট। অগ্নি সন্ত্রাস জ্বালাও পোড়াও এবং ধ্বংসাত্মক রাজনীতির বিপক্ষে জনসাধারণ।