বিশেষ সংবাদদাতা :

সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্য নিয়ে, পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় জাতীয় ভোটার দিবস পালন ও নানা কমর্সুচী উদযাপন করেছে উপজেলা প্রশাসন।

(২ মার্চ) শনিবার সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা এসে শেষ হয়।র‍্যালি নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আলিম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।