বিশেষ সংবাদদাতা :

পবিত্র ঈদ উল আযহা-২০২৫ উপলক্ষে ঘোষিত সাধারণ ছুটিকালীন সময়েও পিরোজপুরের নাজিরপুর উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগধীন সদর ক্লিনিক এবং ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসমূহে সাধারণ সেবা অব্যাহত রয়েছে।

এব্যাপারে খোঁজ নিয়ে জানা যায়, সদর ক্লিনিক, মালিখালী, দেউলবাড়ী দোবড়া, দীর্ঘা,সেখমাটিয়া এবং শ্রীরামকাঠি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে নিয়োজিত উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসারগণ সাধারণ ছুটিকালীন সময়ে জরুরি সেবাসহ অন্যান্য সেবা দিয়ে যাচ্ছেন!

নাজিরপুর উপজেলায় কর্মরত উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব জওহর বালা জানান, সাধারণ ছুটিকালীন সময়ে শহর থেকে অনেকেই গ্রামে এসে ঈদ উদযাপন করেন,তারমধ্যে অনেকেই আবার অসুস্থ হয়ে পরেন, আমাদের সেবাকেন্দ্র খোলা রেখে সেই সকল জনসাধারণের(গর্ভবতী মহিলা,শিশু,কিশোর কিশোরী, সাধারণ রোগী,পরিবার পরিকল্পনা সামগ্রী গ্রহীত) সেবাদানের ব্যবস্থা করা হয়েছে এবং জরুরী সেবাদান অব্যাহত রাখা হয়েছে।