নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধি:

ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবিলায় পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ মে) ১০টার সময় এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশারেফ হোসেন খানের সভাপতিত্বে¡ অনুষ্ঠিত ওই প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (অঃদাঃ) আহমেদ সাব্বির, থানা ইনর্চাজ ওসি মোঃ হুমায়ন কবির, উপজেলা কৃষক লীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ নজরুল ইসলাম বাবুল ,বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল লতিব, উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ মশিউর রহমান,উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মোঃ ই¯্রাফিল হোসেন, বিআরডিবি অফিসার মোঃ মাসুম মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাইদুর রহমান,শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, কলাদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিম প্রমুখ।
উপজেলায় মোট ৯টি ইউনিয়নে আশ্রয় কেন্দ্র ১৮টি, সাইক্লোন শেলন্টার ৩০টি খোলা হয়েছে। এছাড়া মেডিকেল টিম. ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট সদস্যরা কাজ করবেন।
একইদিনে বিকালে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নে ঘূর্নিঝড় ‘মোখা’ মোকাবিলায় এক প্রস্তুতি সভার আয়োজন করেন ৯ নং কলারদোয়ানিয়া ইউনিয়ন পরিষদ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বৈঠাকাটা বাজার পুলিশ ফাড়ি (তদন্ত কেন্দ্র) ইউপি চেয়ারম্যান হাসনাত ডালিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন বৈঠাকাটা বাজার পুলিশ ফাড়ি (তদন্ত কেন্দ্র) ইনর্চাজ মোঃ আউয়াল প্রমুখ।