বিশেষ সংবাদদাতা:
পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা (১৪ মার্চ) বৃহস্পতিবার কৃষি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতিমা আজরিন তন্বী । উপজেলা কৃষি মিলনায়তনে এ সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন খান, থানা ইনচার্জ অফিসার মোঃ ফারুক হোসেন হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিব, মুক্তিযোদ্ধা, শেখ মাটিয়া ইউপি চেয়ারম্যান আতিয়ার রহমান চৌধুরী নান্নু, কলারদোয়ানিয়া ইউপি চেয়ারম্যান হাসনাত প্রমুখ। জনপ্রতিনিধ, সাংবাদিক ও শিক্ষক উপস্থিত ছিলেন।
সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মবাষিকী শিশু দিবস ও গণহত্যা ও জাতীয় স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। এরপরে মাসিক আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় মিটিং অনুষ্ঠিত হয়।